পৃথিবী সূর্যের চারদিকে ঘূর্ণায়মান এবং সূর্য হচ্ছে একটি তারা/নক্ষত্র। এরকম প্রায় ১ থেকে ১০০ কোটি তারা নিয়ে গঠিত হয় একেকটি ছায়াপথ (Galaxy)। আমরা যে ছায়াপথে অবস্থান করছি সেটার নাম “Milky Way Galaxy”, আর আমাদের নিকটবর্তী ছায়াপথ এর নাম হচ্ছে “Andromeda Galaxy” যা Milky Way থেকে ২৫ লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত।
৯৬৪ খ্রিস্টাব্দে সর্বপ্রথম Andromeda ছায়াপথ আবিষ্কার করেন ফারসি জ্যোতির্বিজ্ঞানী আবদুর রহমান আল-সুফি (ফার্সিঃ عبدالرحمن صوفی)। এটা আমাদের ছায়াপথ (Milky Way) এর বাইরের কোন ছায়াপথ আবিষ্কারের প্রথম ঘটনা যা ছিল জ্যোতির্বিজ্ঞানের জগতে এক যুগান্তকারী আবিষ্কার।
একই বছর তাঁর বিখ্যাত গ্রন্থ كتاب صور الكواكب (কিতাব সুওয়ার আল-কাওয়াকিবঃ Book of the constellations or Fixed Stars) আরবীতে প্রকাশিত হয়। Andromeda-র আবিষ্কার ছাড়াও আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ আবিষ্কার তিনি এই গ্রন্থে তুলে ধরেন।
ইতিহাসখ্যাত এই জ্যোতির্বিজ্ঞানী বর্তমান ইরানের রেয় (ری) শহরে এক সুফি পরিবারে জন্মগ্রহণ করেন। ছবিতে আবদুর রহমান আল-সুফি এবং তাঁর রচিত كتاب صور الكواكب গ্রন্থের কিছু পৃষ্ঠাঃ
মন্তব্য করুন