> ->
১. দোস্ত মিষ্টি খাওয়া ।
২. দোস্ত মিষ্টি খাওয়া।
৩. দোস্ত একটা পার্টি দে।
৪. দোস্ত মিষ্টি খাওয়া।
৫. দোস্ত মিষ্টি খাওয়া ।
৬. দোস্ত মিষ্টি খাওয়া ।
__কিছুক্ষন পর এরাই -> -> ->
১. দোস্ত ভাইগা যা আমরা আছি।
২. আমি দশ হাজার দিমু।
৩. আমার বাসায় এক মাস
রাখতে পারমু
৪. আমরা কি মইরা গেছি, একবার
বইলা দেখ তোর
সামনে মাইয়া হাজির।
৫. দোস্ত আমার
মোবাইলটা বেইচা দেই, কিছু
টাকা মেনেজ হবে।
৬. পোলার হাত পাও ভাইঙ্গা দেই।
__আড্ডা শেষে -> -> ->
১. আমার সাথে চল
তোরে একা থাকতে দেয়া যাইব না।
২. খবর দার নেশা করবি না।
৩. না তুই আমার বাসায় যাবি।
৪. ঐ তোরা থাক না, আর কিছুক্ষন
আড্ডা দেই, ওর
মনটা ভালো হোক।
৫.
একটা গেলে আরেকটা আইবে টেনসন
নেছ কেন।
৬. দোস্ত আমরা আছি এত ভাবোছ
কেন। (c)
@@@ সত্যি এই টাইপের কিছু
পাগল গুলার জন্যই
অনেক ভালো ভাবে বেঁচে আছি, আর
নিজেকে কখন_ও
একা মনে হয় ন…।…।
[ আমার সাথের পাগল গুলা_ও
অনেকটা এ_রকম,
তাইতো ওদেরকে অনেক
বেশি ভালোবাসি
গার্লফ্রেন্ডের বিয়ের খবর/ ব্রেকআপ এর কথা শুনার পর বন্ধুদের বক্তব্য
Posted in কপি-পেস্ট
মন্তব্য করুন