ইট পাথরের যান্ত্রিক নগরী, যাপিতজীবনের ব্যতিব্যস্ততা-কোলাহল। জীবিকার নৈমিত্তিক দৌঁড়। হঠাৎ প্রকৃতির খেয়ালী ছন্দপতন, স্থবির সভ্যতার হৃদস্পদন । বাতাসে লাশের গন্ধ, দিকদিগন্তে মৃত্যুর মিছিল। মহল্লার অলিগলি আর রাজপথ, যেন জনমানবশূন্য মরুভূমির তেপান্তর। পার্কের বেঞ্চে ধূলি জমেছে, শুকনো পাতার স্তুপ এখানে ওখানে….!…