আমেরিকা_আবিষ্কার করেছিলেন স্প্যানিশ নাবিক ক্রিস্টোফার কলম্বাসের নৌ যাত্রার প্রায় ৫০০ শত বছর আগে মধ্য এশিয়ার মুসলিম পণ্ডিত আবু রায়হান #আল_বিরুনী।

আল বিরুনীর জন্ম বর্তমান উজবেকিস্তানে ৯৭৩ সালে।কলম্বাসের অভিযানের কাহিনী দিয়ে চেপে রাখা হয়েছে এ ইতিহাস। ক্রিস্টোফার কলম্বাস তাঁর সমুদ্রযানে পাল তুলেছিলেন ১৪৯৮ সালে।কলম্বাস নয়, কলম্বাসের ৫শ’ বছর আগেই আমরিকা আবিষ্কার করেন মুসলিম বিজ্ঞানী আবু রায়হান আল-বিরুনী। অথচ সারা দুনিয়া এতদিন ধরে জেনে আসছে স্প্যানিশ নাবিক কলম্বাসই আবিষ্কার করেন আমেরিকা।
১৪৯৮ সালের অনেক আগেই আমেরিকা আবিষ্কার করেন আল-বিরুনী। আল বিরুনীই এশিয়া-ইউরোপসহ পৃথিবীর অজানা ভূমি আবিষ্কারের প্রথম পথপ্রদর্শক। ১১ শতকে অজানা দেশের আবিষ্কারক আল-বিরুনী তাঁর চোখ শুধু আমেরিকাতেই রাখেননি, ভূগোল বিশারদ এই মনীষী চোখ রেখেছিলেন পশ্চিম ইউরোপ থেকে শুরু করে পুরো আফ্রিকা, পূর্ব-এশিয়াসহ পৃথিবীর এক-পঞ্চমাংশের দিকে। শারীরিক কারণেই হয়তো আল বিরুনী সশরীরে আমেরিকায় যেতে পারেনি। কিন্তু মাপ-জোকের সবকিছুই করেছেন তিনি।
গ্রিক মনীষী ক্লডিয়াস টলেমি ও পিথাগোরাসের মতোই ভূগোল বিষয়ে পড়াশোনা করেছেন আল-বিরুনী। মধ্যপ্রাচ্য, উত্তর-পশ্চিম ও ভারতসহ অনেক দেশের ভাষা জানতেন তিনি। অবাক ব্যাপার হল, যে ভিত্তির কথা উল্লেখ করে কলম্বাস আমেরিকা আবিষ্কারে তাঁর নিজের মতের কথা বলেছিলেন, সেটা আল ফারহানী (আল বিরুনীর শিক্ষক) ও আল বিরুনীর তত্ত্বের সঙ্গে প্রায় পুরোপুরি মিলে যায়। কলম্বাস এটা হয়তো নোট করতে ভুলে গিয়েছিলেন, ভ্রমণের ক্ষেত্রে আল ফারহানী রোমান মাইলসের পরিবর্তে আরব মাইলস ব্যবহার করেছিলেন। এমনকি কলম্বাস কখনোই আমেরিকা আবিষ্কারের কথা চিন্তাও করেননি। জাহাজে ওঠার পর প্রথমে কলম্বাস চিন্তা করেছিলেন, তিনি হয়তো এশিয়া কিংবা ইউরোপে গিয়ে উঠবেন। মুসলিম মনীষী আমেরিকা আবিষ্কার করলেও পাদপ্রদীপের আলোয় আসে কলম্বাসের নাম।
মন্তব্য করুন