▪আবদুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘যে কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশেষ যে বিষয়ের উপর নসীহাহ দিয়েছিলেন- সেটা জানতে চায় সে যেন সূরা আল-আন’আমের এ আয়াতগুলো পড়ে নেয়। [ইবন কাসীর,তাফসীর ]
▪সুরাহ আল-আনআমের ১৫১-১৫৩ আয়াতগুলোতে আমরা সেই নাসিহাগুলো পাব, যা ছিল প্রিয় রাসূল সা.এর সর্বশেষ নাসিহাহ এর অন্তর্ভুক্ত –
🕳▪“এদিকে এসো, তোমাদের রব্ব তোমাদের জন্য যা হারাম করেছেন আমি তা পড়ে শোনাই। তা এই যে,
▪তোমারা তাঁর সাথে কোন শরীক করবে না।
▪পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে।
▪দারিদ্রের ভয়ে তোমার তোমাদের সন্তানদের হত্যা করবে না, আমরাই তোমাদেরকে ও তাদেরকে রিজিক দিয়ে থাকি।
▪প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক, অশ্লীল কাজের ধারেকাছেও যাবে না।
▪আল্লাহ্ যার হত্যা নিষিদ্ধ করেছেন যথার্থ কারণ ছাড়া তোমরা তাকে হত্যা করবে না।
▪আর ইয়াতীম বয়ঃপ্রাপ্ত না হওয়া পর্যন্ত উত্তম ব্যবস্থা ছাড়া তার সম্পত্তির ধারেকাছেও যাবে না।
▪পরিমাপ ও ওজন ন্যায্যভাবে পুরোপুরি দেবে।
▪যখন তোমারা কথা বলবে তখন ন্যায্য বলবে, স্বজনের সম্পর্কে হলেও।
▪এবং আল্লাহকে দেয়া অঙ্গীকার পূর্ণ করবে।
▪আর এ পথই আমার সরল পথ, কাজেই তোমরা এর অনুসরণ কর।
▪এবং বিভিন্ন পথ অনুসরণ করবে না, করলে তা তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করবে।
▪আল্লাহ্ তোমাদেরকে নির্দেশ দিলেন যেন তোমারা তাকওয়ার অধিকারী হও।
◼গভীর মনোযোগ দিয়ে পড়ে দেখুন এই উপদেশগুলি আমাদের জীবনের জন্য যথেষ্ট।।
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ নাসিহাহগুলো
Posted in ইসলামের বানী
মন্তব্য করুন