
🌚 সূর্যগ্রহণ বা Solar Eclipse 🌚
সূর্য,চাঁদ ও পৃথিবী যখন তাদের নিদিষ্ট কক্ষপথে ঘূর্ননের সময় এমন একটি সরলরেখায় অবস্থান করে,
যেখানে সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে যায় চাঁদ মামা।
ফলে চাঁদের ছায়ার কারনে পৃথিবীর নিদিষ্ট কয়েকটি অঞ্চলে সূর্যরশ্মি পৌঁছে না।
যার কারনে ঐসব জায়গা থেকে দেখে মনে হয়,সূর্যকে চাঁদ খেয়ে ফেলছে (গ্রহন করছে/ঘন্না লাগছে) 😂
🌑 চন্দগ্রহন বা Lunar Eclipse 🌑
আবার চন্দ্রগ্রহনের সময় ঠিক একইভাবে সূর্য,পৃথিবী ও চাঁদ তাদের নিজ কক্ষপথে ঘূর্নের সময় এমন এক অবস্থানে চলে আসে, যেখানে
সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে আমাদের পৃথিবী।
ফলে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপর,আর চাঁদ মামা তখন অন্ধকারে হাবুডুবু খায়।
আর আমরা পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে দেখতে পাই,চাঁদে গ্রহন/ঘন্না লেগেছে, চাঁদকে সূর্য লবন মরিচ দিয়ে খেয়ে ফেলছে 😜
প্রায়শই প্রতিবছরে ২ বার সূর্যগ্রহন ও ২ চন্দ্রগ্রহণ দেখা যায় (ব্যাতিক্রম হয় অনেক সময়)
সুতরাং বৈজ্ঞানিকভাবে “সূর্যগ্রহণ” কিংবা “চন্দ্রগ্রহন” বলে আসলে কিছুই নাই।এই শব্দ দুইটি বাংলাভাষার অপভ্রংশ 🙂
🔷 সূর্য/চন্দ্র গ্রহন সম্পর্কিত #হাদিস
আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ কারো জীবন ও মৃত্যুর কারণে লাগে না। বরং এ দু’টি আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম। অতএব তোমরা যখন এ দু’টি (গ্রহণ লাগতে) দেখ, তখন সলাতে মশগুল হও।
সহিহ মুসলিম, হাদিস নং ২০০৬
হাদিসের মান: সহিহ হাদিস
মন্তব্য করুন