ইমাম শাফেয়ী (রহঃ) এর অমূল্য বাণী।
চার বস্তু শারীরিক শক্তি বৃদ্ধি করে।
১. গোসত খাওয়া,
২. সুগন্ধির ঘ্রাণ নেওয়া
৩. অধিক গোসল করা
৪. সুতার কাপড় পরিধান করা।
চার বস্তু দৃষ্টিশক্তি প্রখর করে।
১. কা’বা ঘরের সামনে বসা।
২. ঘুমানোর পূর্বে সুরমা ব্যবহার করা।
৩. সবুজ প্রকৃতি দেখা।
৪. পরিস্কার, পরিচ্ছন্ন জায়গা বসা।
চার বস্তু বিবেক_বুদ্ধি সমৃদ্ধি করে।
১. অনর্থক _কথাবার্তা ত্যাগ করা।
২. দাঁত পরিস্কার রাখা।
৩. ভালো মানুষের সাথে উঠাবসা করা,এবং তাদের সংশ্রবে থাকা।
৪. আলেম_ওলামাদের সাথে সম্পর্ক রাখা।
চার বস্তু রিজিক বৃদ্ধি করে।
১. নিয়মিত তাহাজ্জুদ নামাজ পড়া।
২. অধিক পরিমাণ ইস্তেগফার বা আল্লাহ্ তায়ালার নিকট ক্ষমা প্রার্থনা করা।
৩. অধিক পরিমাণ সদকা করা
৪. যিকির ও নামাজ আদায় করা।
আল্লাহ্ তায়ালা আমাদেরকে আমল করার তাওফিক দান করুণ, আমীন।
#সংগৃহীত
মন্তব্য করুন