যে কারণে কিবোর্ডের অক্ষরগুলো বর্ণানুক্রমে নেই তথ্যপ্রযুক্তির এই আধুনিক যুগে কম্পিউটারের কিবোর্ডের অক্ষরগুলো আজও কেন সেই পুরনো দিনের টাইপরাইটারের মতোই এলোমেলো ভাবেই রয়েছে? অর্থাৎ ‘A’ এরপর ‘B’ এভাবে বর্ণানুক্রমে সাজানো হয়নি কেন?- এই প্রশ্ন হয়তো অনেকের মনেই রয়েছে। বর্ণানুক্রমে সাজানো থাকলে তো মনে রাখাটা সহজ হতো। অথচ কেন বর্ণানুক্রমে কিবোর্ডে অক্ষরগুলো রাখা হয়নি? এই প্রশ্নের উত্তর পেতে হলে, ইতিহাসের অনেক পেছনের দিকে যেতে হবে। টাইপের জন্য সর্বপ্রথম কোয়ার্টি লেআউটের নকশা করেন ১৮৭৪ সালে ক্রিস্টোফার শোলেস। তিনি প্রথমবারের মতো ‘রেমিংটন নম্বর ১’ নামক একটি বাণিজ্যিক টাইপ রাইটারের জন্য কোয়ার্টি লেআউট সৃষ্টি করেন। কিন্তু সেটিতে কাজ করার সময় ক্রিস্টোফার দেখেন যে, বর্ণানুক্রমে অক্ষরগুলো থাকার ফলে বাটনগুলো আটকে যাচ্ছে, নয়তো একটার সঙ্গে আর একটা ধাক্কা খাচ্ছে। ফলে টাইপের লেটার মিস হচ্ছে। টাইপ রাইটারে ‘ব্যাকস্পেস’ অপশন না থাকায়, সঙ্গে সঙ্গে তা শোধরানোরও জায়গা নেই। এই সমস্যা দূর করতেই, ইংরেজি কমন বর্ণগুলোকে পরস্পরের থেকে দূরে রাখেন। যাতে বাটন না আটকে যায়। তাতে কাজও হল। ক্রমে মানুষজনও তাতেই অভ্যস্ত হয়ে উঠলেন। একই কারণে আধুনিক কম্পিউটারও সেই লেআউটই ফলো করছে।
মন্তব্য করুন