The last supper
ছবিটির প্রাথমিক বিষয়বস্তু হলেন
যিশুখ্রিষ্ট ও তাঁর বারোজন শিষ্য
একত্রে নৈশভোজ সারছেন। খ্রিষ্টীয়
ধারণানুযায়ী যিশুখ্রিষ্ট তাঁর বারোজন
শিষ্যকে নিয়ে মৃত্যুর আগে যে শেষ
নৈশভোজ সারেন তাই যিশুর শেষ
নৈশভোজ নামে পরিচিত। এই ভোজে যিশু
তাঁর বারোজন শিষ্যকে নিয়ে মদ পান
করেন ও রুটি খান। নৈশভোজে যিশু
ঘোষণা করেন এই শিষ্যদেরই একজন
পরদিন তাঁর সাথে বিশ্বাসঘাতকতা করবে।
আলোচ্য চিত্রে ফুটে ওঠেছে যিশু তার
শিষ্যদেরকে এই কথাটি বলছেন আর তাঁরা
নিজেদের মধ্যে বলাবলি করছে কে সে
বিশ্বাসঘাতক।
ছবিতে যিশুর বারোজন শিষ্যকে
তিনজনের একেকটা দলে ভাগ করে
উপস্থাপন করা হয়েছে আর যিশুকে
এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন
যিশু সম্পূর্ণ মাঝখানে আলাদাভাবে
উপস্থাপিত হয়েছেন। এই চিত্রটি
তেরোজন পুরুষের একটি চিত্রকর্ম।
লিওনার্দো দা ভিঞ্চি এ ছবিতে যিশুর মুখ
ফুটিয়ে তোলার জন্য দীর্ঘ সময়
নিয়েছিলেন বলে শোনা যায়, যাতে যিশুর
মুখে অভিব্যক্তিহীন একটা আবহ ফুটিয়ে
তোলা যায়।
বার্থুলেমু, জেমস এবং এন্ড্রু তিনজনই
বিস্মিত
জুডাস, পিটার,জনঃ জুডাস পড়ে আছে নীল
আর সবুজ রঙ এর কাপড় তার মুখে বিস্ময়
ফঁউটে উঠেছে তার পরিকল্পনা ফাস হয়ে
যাওয়ায়, সে একটা ব্যাগ ধরে রেখেছে বলা
হয় এটা তাকে যীশুকে হত্যার উপহার
হিসেবে দেয়া হয়েছিলো, ১২ জনের মধ্যে
তার হাতটাই টেবিলে রাখা হয়তো ভিঞ্চি
তাকে আলাদা করে বোঝানোর জন্যই
এভাবে একেছিলেন। ছবিতে দেখা যাচ্ছে
তার হাতের ধাক্কায় লবনের বাটি পড়ে
যাচ্ছে–এটা হয়তো ভিঞ্চি এ কারনে
একেছিলেন , যেনো বোঝা যায় যা তিনি
তার প্রভুর সাথে বেঈমানি করেছেন
ইংরেজীতে বলে betray the salt meaning
to betray one’s Master.
পিটার কে রাগান্বিত দেখা যাচ্ছে , তার
হাতে একটি ছুড়ি যেটা যীশুর উলটো দিকে
নির্দেশ করে। মূলত পিটার ছিলো
পাপিষ্ঠা কিন্তু পরবর্তীতে ঐ একই
পিটারই তিনবার নির্লজ্জভাবে তার
নেতাকে অস্বীকার করে, যখন যীশু
শত্রুদ্বারা আক্রান্ত হয়। এবং জনকে
দেখা যাছে হতভম্ব অবস্থায়, প্রায়
অজ্ঞান হয়ে যাবার উপক্রম।
পরের গ্রুপে আছে থমাস জেমস এবং
ফিলিপঃ থমাসের মন খারাপ দেখা যাচ্ছে,
জেমস হতবাক , তার হাত দুটি শূন্যে,
ফিলিপ কে দেখে মনে হচ্ছে সে কিছু একটার
ব্যাখ্যা চাইছে।
একদম শেষে ম্যাথিউ, জুড এবং সায়মনঃ
ম্যাথিউ এবং জুডকে দেখা যাচ্ছে সায়মনের
দিকে চেয়ে কিছু একটা জানতে চাচ্ছিলেন,
হতে পারে তাতক্ষনিক প্রতিক্রিয়া কী এ
ব্যাপারে তারা উটতসুক
The last supper
Posted in অনির্বাচিত
মন্তব্য করুন