১ ঘন্টার একটা বাংলা নাটক দেখে যে মানসম্মত সুস্থধারার নির্মল বিনোদন পাওয়া,সেটা অন্য কোথাও পাওয়া যাবে না,অন্ততপক্ষে যারা বাংলা নাটক দেখতে পছন্দ করে তাদের ক্ষেত্রে হলেও =D !! ভারতীয় সিরিয়াল নির্মাতা/নাট্যকার/প্রযোজকদের ১০০ বছর(++) সময় দিলেও সিকান্দার বক্স,আরমান ভাই এর মত একটা চরিত্র তারা সৃস্টি করতে পারবে না,নাট্যরূপ দেওয়া অনেক পরের বিষয় :p ।
অবশ্য,আমাদের দেশের ১ ঘন্টার ১টা নাটকের কাহিনীকে মাল-মশলার(ঠাডা,স্লো মোশন) রিমিক্স দিয়ে ২/১ বছরের জন্য লম্বা সিরিয়াল বানাতে পারবে এবং এই বিষয়ে তাদের দক্ষতা আর পারদর্শিতার দ্বিতীয় কোন জুড়ি নাই ,এটা ১০০% নিশ্চিত করে বলা যাই 😉 ।
বাংলাদেশের নাটক গুলো #youtube এ কোলকতার দাদা-বাবুরাই দেখে সব চেয়ে বেশি (y) ।
তাই,বাংলা সিনেমা সাত-পাঁচ যাই হোক।
বাংলা নাটক তথা নাট্য শিল্পীরা আমাদের গর্ব করার বিষয় 🙂 ।
#বাংলা_নাটক
#মনের_কথা_aimzworld007
মন্তব্য করুন