আমরা মানুষেরা আসলে খুব লোভি,আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেকটা দিন প্রতিটা কাজের মধ্যে সুনিদিস্ট প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে স্বার্থচিন্তা নিহিত থাকে।আমরা পড়ালেখা করি ভবিষ্যৎ এর জন্য,একটা সার্টিফিকেট এর জন্য,একটা ভালো চাকরির জন্য সর্বোপরি একটা সামাজিক স্তরভিত্তিক মান-মর্যাদার জন্য।
কিন্ত কেউ “আজ নুতুন কিছু শিখবো,নুতুন কিছু জানবো” এই ভেবে পড়ালেখা করে না।
সবাই পড়ছে,আমাকেও পড়তে হবে, বুঝি আর নাই বুঝি, ভালো লাগুক আর নাই লাগুক।
শখের বসে আগ্রহ নিয়ে নুতুন কোন কিছু শিখা কিংবা নুতুন জ্ঞানমূলক কোন অভিজ্ঞতা অর্জন করা কখনো সময়ের অপচয় নয়।
আমাদের নবী স: ইরশাদ করেন (দোলনা হতে কবর পর্যন্ত শিক্ষাকাল)
অর্থাৎ প্রতি নিয়ত নতুন কিছু শেখা,হোক সেটা একাডেমীক পুথিগত বিদ্যা কিংবা আদর্শভিত্তিক মূল্যবোধ এর শিক্ষা,কিংবা শখের তাগিদে নুতুন কিছু শিখা।
আমার কিছু বন্ধু সব কিছুতেই সামাজিক স্বীকৃতির তাগিদ অনুভব করে।
তাদের মতে,
তুমি কি জানো,কি পারো না পারো সব কিছুর একটা একাডেমীক স্বীকার্য চাই।
না হলে সব কিছু অর্থহীন এবং অযথা মূল্যবান সময়ের অপচয় ছাড়া নেহাৎ আর কিছুই না।
হ্যা,আমার এই শেখার কোন প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই,কিন্তু আমি জ্ঞানের ক্ষুধার্থে আগ্রহ নিয়ে শিখি।
এই শেখার প্রতিটা মূহুর্ত আমি অসাধারণ আনন্দ নিয়ে উপভোগ করি।
সব কিছুর জন্য সার্টিফিকেট আর স্বীকার্য প্রয়োজন হয় না আনন্দ আর কৌতূহল নিয়ে নুতুন কিছু জানাই আসল সার্থকতা।
স্টিভ জবসের অসাধারণ উক্তিবাক্য
“stay hunger,stay foolish”
এর মানে কিন্তু এই নয় যে,তিনি না খেয়ে বোকা থাকতে বলছেন।
উনি জ্ঞানের ক্ষুধা,জানার ক্ষুধার কথা বলেছেন,আর জেনেও বোকা হতে বলেছেন।
তাই,সেটা কর যেটা তুমি পছন্দ কর,
সেটা পছন্দ কর যেটা তুমি কর।
আমাদের সবার জানার ক্ষুধাবোধ হোক প্রশমিত,নুতুন কিছু করার উদ্যমে অনুপ্রাণিত হোক প্রতিটি মানব সত্তা..!! 🙂 🙂
#মনের_কথা
#aimzworld007
মন্তব্য করুন