★মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি এটাই
আমার অপরাধ★
পৃথিবীতে দুই শ্রেণীর মানুষ থাকা উচিত
একটা উচ্চবিত্ত অন্যটা নিন্মবিত্ত।মধ্য
বিত্ত নামে কোন কিছু থাকা অনুচিত।
মধ্যবিত্ত পরিবারের ছেলের আত্মসম্মান
আর ইগো দুইটাই খুব বেশি থাকে।সে জন্মের
সময়েই
একগাদা ইগো সাথে করে নিয়ে জন্মায়।
সে স্বপ্ন দেখতে দেখতে বড় হয়
এবং একপর্যায়ে সে বুঝতে পারে জীবনটা স্বপ্ন
নয়,জীবনটা বাস্তব।সে সব সময় সুখ খোঁজে,
জীবনের মানে খুঁজে বেড়ানো তার স্বভাব ।
সে অল্পতে সন্তুষ্ট হতে পারে না।আবার
অল্পতে অসন্তুষ্টুও থাকতে পারে না।
সে সবার কাছে ভালোবাসা খোঁজে কিন্তু
এটা তার কাছে ১০২ ধারার অপরাধ।
উচ্চবিলাসী হওয়া তার জন্য গুনাহের
পর্যায়ে পরে।তার আবেগ অত্যাধিক
বেশি থাকে । কিন্তু সে খুব ছোট থাকতেই
আবেগকে গলা টিপে খুন করতে শিখে ফেলে।
মধ্যবিত্ত পরিবারের এই আবেগপ্রবন,
পাগলাটে,স্বপ্ন বিলাসী ছেলেটিকে কেউ
বুঝতে চায় না। তাকেই সবকিছু
সামলে চলতে হয়।এত কিছু পরেও মধ্যবিত্ত
ঘরের
ছেলেটি একটা মুচকি হাসি দিয়ে বলে আমি সুখেই
আছি(সান্তনাবানী)
মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি এটাই আমার অপরাধ
Tagged with: আবেগপ্রবন, আমার অপরাধ, মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবারের ছেলে, স্বপ্ন বিলাসী
Posted in অনির্বাচিত
Posted in অনির্বাচিত
মন্তব্য করুন