~ কাজের লোক ~
কাজের লোক, “বুয়া”, খালা, ছোঁড়া, পিচ্চি …
আর কতো নামে তাদেরকে ডাকেন?
কিন্তু, তাদেরকি দেন মানুষ হিসাবে সম্মান? খেতে দেন নিজে যা খাচ্ছেন? দিনে ১৬ ঘণ্টা খাটিয়ে সেই অনুপাতে বেতন?
একটা শিশুকে কি দুই প্লেট ভাত দিয়ে করে রেখেছেন দাস?
একবার আয়নায় তাকান সবাই …
আসুন, আজ থেকে কিছু কাজ নিজেই করি।
বাংলাদেশের সমাজে নিজের কাজ করাটাকে ধরা হয় খুব অদ্ভুত, বিশেষ করে ছেলেরা এই দোষে বেশি দুষ্ট …
কিন্তু এক গ্লাস পানি ঢেলে খেতে আরেকজনকে কি আসলেই ডাকা লাগে?
কিংবা এক কাপ চা বানাতে?
যেসব জমিদারপুত্র-কন্যারা দেশে কাজের মানুষকে দিয়ে পানি আনান, জুতা সাফ করান, তারা কি বিদেশে আসলে নিজেই এসব করেন না?
তাহলে কেনো মানুষের দারিদ্র্যের সুযোগ নিয়ে তাদের করে রাখা দাস?
আসুন, আজ থেকে সবাই নিজের কাজ নিজেই শিখি করতে। বিপুল সংখ্যক মানুষের জীবন কেটে যাচ্ছে দাসত্বে, তাদের দেই মানুষের সম্মান, মানুষের মর্যাদা, শ্রমের যথাযথ মূল্য।
আমাদের দেশের সামগ্রিক উন্নতির জন্যই আমাদের নিজেদের অভ্যাসের পরিবর্তন দরকার, নিজের কাজ, দরকার ঘরের কাজ নিজেদের করার অভ্যাস।
আসুন, পরিবর্তনটা শুরু করেন নিজেকে দিয়েই …
#এলোচিন্তা
পরিবর্তনটা শুরু করেন নিজেকে দিয়েই …
Posted in কপি-পেস্ট
মন্তব্য করুন