মেয়েরা যদি ছেলেদের একবার মুখ ফুটে বলত \”ভালোবাসি তোমায়\”
তাহলে আজ কোন ছেলে সিঙ্গেল থাকত না।
কিন্তু এটা কখনো সম্ভব না, বা এমনটি হবেও না…
কেননা
\”মেয়েদের বুক ফাটে তবু, মুখ ফুটে না\”
আরে বাবা, চ্যাট করতে করতে একজনের প্রতি তোমার মায়া বাড়তেই পারে, একজনকে ভালো লাগতেই পারে। সুধু তার সাথেই চ্যাট করতে মন চাইতেই পারে।
তুমি বোঝাবা যে তুমি ছেলেটাকে ভালোবাস, কিন্তু মুখ ফুটে বলবানা এটা তো ঠিক না। এতে কষ্ট দুজনেরই, ছেলেটাও যেমন কষ্ট পাবে, ঠিক তুমিও।
আসলে সমস্যা হচ্ছেঃ
\”মেয়েদের ইগো এতো বেশি যে, তারা মনে করে আমি আমি আমি কেন প্রপোজ করব আজীব ???\”
হায়রে বোকা, ভালোবাসার কথা কখনো চেপে রাখতে নেই,
ভালো লাগবে, সুধু মুখ ফুটে একবার সাহস করে বলে দাও
সেটা হোক চ্যাট এ বা রিয়েল লাইফে !
চোখে চোখ রেখে বল \”অনেক ভালোবাসি তোমায়,অনেক\”
দেখবা তোমার এই কথাটা শোনার জন্য সে অনেকদিন ধরেই অপেক্ষা করছে।
আরে ধুরররর (!!) এতো কিছু ভেব না তো, বলেই ফেল আজকে
ভালোবাসি তোমায়
Posted in ভালবাসা
মন্তব্য করুন