\”Learn from yesterday, live for today, hope for tomorrow. The important thing is not to stop questioning.\”
– কথাটা যিনি বলেছিলেন, স্কুলে পড়ার সময়ে বোকাসোকা হিসাবে বদনাম হয়েছিলো, পছন্দের ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় ফেল করেছিলেন, পরে আন্ডারগ্রাজুয়েট শেষ করার পর দুই বছর চাকুরি না পেয়ে ছিলেন বেকার, তার পর এক অফিসে কেরানির চাকুরি করছিলেন।
জীবনের সহজ ফরমুলা দেয়া এই ভদ্রলোকটার নামটা কী? আন্দাজ করতে পেরেছেন?
আলবার্ট আইনস্টাইন।
আইনস্টাইনের E=mc^2 নয়, এই ফরমুলাটাই হয়তো আপনার জীবনের কাজে আসবে সবচেয়ে বেশি।
স্বপ্ন দেখুন, প্রশ্ন করুন। করতেই থাকুন।
#এলোচিন্তা #স্বপ্ন #inspire
~জীবনের ফরমুলা
Posted in কপি-পেস্ট
মন্তব্য করুন