বৃষ্টির
কাছে খোলা চিঠি
প্রিয় বৃষ্টি,
কোথায় আছো?
কেমন আছো?
তোমার
প্রতীক্ষায়
আমরা সবাই,
তুমি আসো না কেন?
শুনলাম গতকাল
কোথাও কোথাও
তুমি এসেছিলে তোমার
ছোট বোন
শিলা কে সাথে নিয়ে।
শিলা কে না আনলেও
পারতে ও যা দুষ্টু
না, ধানের
ক্ষেতে ও খুব
ক্ষতি করে।
জানো,
যান্ত্রিক এই
শহরের যন্ত্র
মানবেরা প্রতিদিন
তোমার
কথা বলছে।
ওঁরা বলাবলি করছে আকাশ
দাদুর চোখ
ফাঁকি দিয়ে তুমি আসতে পারছো না,
সত্যি কি তাই????
যাই হোক,
তুমি খুব
তাড়াতাড়ি চলে এসো সাথে তোমার
ছোট বোন
শিলাকেও
আনতে পারো,
ইতি-
তোমার
প্রতীক্ষায়
থাকা একটা পাখি_
হ্দয়
প্রিয় বৃষ্টি
Posted in কপি-পেস্ট
মন্তব্য করুন