কখন যাইবো কখন আইবো
ঠিক নাই আসা যাওয়া
সারাদিনের মইধ্যে খালি
একটু আধটু কারেন্ট পাওয়া
সকাল দুপুর বিকাল রাইত
কোন টাইম টেবিল নাই
এক ঘণ্টা পরপর হুদাই
একবার কারেন্ট যাওয়া চাই
সন্ধ্যা হইছে সূর্য ডুবছে
চারিদিকে অন্ধকার
তার লগে হয় যে শুরু
কারেন্টের অত্যাচার
হারিকেন আর মোমবাতি
খুঁজতে থাকি সন্ধ্যায় ।
কেউ জ্বালায় চার্জলাইট
কেউ বা কুপি ধরায়
সন্ধ্যা হইলে গরীবের ঘরে
কুপি হারিকেন জ্বলে
বড় লোকেরা লাইট দিয়া
সন্ধ্যায় ব্যাডবিন্টন খেলে
কারেন্টের এই অত্যাচার
চলে দিনের পর দিন
হাসিনা আর খালেদা আপা যায় আসে ।
এসেছিল একবার ফখরুদ্দিন ।
কোন আমলেই হয়না শেষ
এই অত্যাচারের
সবাই খালি দোষ দিয়া যায়
আগের সরকারের ।
শীতটা কাটে যেমন তেমন
গরমে হয়রে খবর ।
কারেন্টের এই ভিষম যন্ত্রণাতে
ঘাম দিয়া ছাড়ে জ্বর
কুত্তার লেজ হয়না সোজা
যতই তেল মাখাও
কারেন্টও যাওয়া আসা হইব না ঠিক
যতই আস্ফালন কর, আর দাবী জানাও ।
এই স্ট্যাটাস এ কারেন্ট নিয়া
আরও কত কি লেখার ছিল
কি কমু ভাই, দুঃখের কথা
কারেন্টডা এহনি চইল্লা গেল ।
আধা ঘণ্টা দইরা লেখলাম এই কবিতা
ঝরাইয়া বহুত ঘাম-আর কাইয়া পানি ।
লাইক, কমেন্ট আর ভইরা দিয়ো
তোমাদের ধ্রবতারার কবিতাখানি।
#দূরের ধ্রবতারা
মন্তব্য করুন