নির্ঘুম চোখ জানালায় আমি নিজেকে শুনাই নিজের গান
স্বপ্নরা জেগে থাক মনের ভিতরে জ্বলছে তুফান,
আগুছালো সব আশাগুলো জ্বলো নিভু নিভু
সব তারার আলো
চোখে চোখ রেখে রয়ে যায় বহু দুরে
জমে থাকা চিৎকারে,
কেউ না থাক আছ জোনাকি
আছ জোনাকি আছ আকাশ সেও একাকি,
আছ জানালায় ঘুমন্ত শহর
শোন কথার পিঠে কথার বহর….
মন্তব্য করুন