# কথার বরখেলাপ করো না।
Don’t go back on your
word.
# কুসংগ ছাড়।
Shun evil company.
# স্কুল পুরোদমে চলছে।
The school is in full swing.
# তার নাম কাটা গেল।
His name has been struck
off.
# এ বিষয়ে মতভেদ আছে।
Opinions differ on this
subject.
# আমি চেষ্টার আর কিছু
বাকি রাখিনি।
I have left no stone
unturned.
# সে আইন আর চলে না।
That law is no more in
force.
# তাকে লজ্জা দিও না।
Do no put him to shame.
# এ বাড়ীটি ভাড়া দেয়া হবে। The house is to let. # আমার ঠান্ডা লেগেছে।
I have caught a cold.
# নিজের চরকায় তেল দাও।
Oil your own machine.
# এই নাও তোমার বকশিস।
Here’s your tip.
# সব ব্যাপারে নাক গলাবে না! Don’t get nosy! # তাতে তোমার কি?
what’s it to you?
# আমার কলমের কালি শেষ হয়েগেছে। My pen has run out.”
গুরুত্বপূর্ণ Translation জেনে নিই-“Study time”
Posted in পড়াশোনা
মন্তব্য করুন