উচ্চবিত্তের চিন্তা :
১.বাসার টাইলস টা নষ্ট হয়ে গেছে। নতুন
একটা টাইলস আনতে হবে।
২.গাড়ি টার মডেল চেঞ্জ করতে হবে।
৩.আই ফাইভ টা চেঞ্জ করে একটা আই সেভেন
নিতে হবে।
৪.আর্টিস্টিতে নতুন কালেকশান আসছে, হাজার
দশেক টাকা দরকার।
৫.একটা ইলেক্ট্রিক গিটার নিতে হবে (যদিও
গানের গলা = ট্রাক্টর এর শব্দ)
৬.হেয়ার রিবন্ডিং করতে হবে, পারসোনায়
যাওয়া দরকার।
৭.বাসায় পরার জন্য কিছু শীতের কাপড়
কেনা জরুরী তাই পল ওয়েল যাওয়া দরকার।
৮.বাবা আমার জন্য একটা খাট কিনেছে লাখ
টাকা দাম।
মধ্যবিত্ত :
১।রিক্সা ভাড়া প্রচুর যাচ্ছে, তোমরা হেটে স্কুল
করার চেষ্টা কর।
(মা বাবা ছেলে মেয়ে কে বলেন)
২।চুল বড় হয়ে গেছে, নারায়ণ দা র
সেলুনে যাওয়া দরকার।
৩।আজ পুরান ঢাকায় গিয়ে নান্নার
বিরিয়ানি খেতে ইচ্ছে করছে।
৪।মা, একটা ফোন কিনে দাওনা প্লিজ সব বন্ধুই
ইউজ করে।
উত্তরে মা ঃতোমার এখনো ফোন ইউজ করার বয়স
হয়নি।
৫।পারসোনার বদলে মায়ের হাতে নারকেল তেল
লাগানোতেই খুশি থাকতে হয়।
৬।ডেস্কটপ টার রিইন্সটলেশন দরকার।
৭।আজ বিকেলে সবাই
মিলে জিয়া উদ্দানে ঘুরতে যাব। আসার সময়
ফুচকা খেয়ে আসব।
৮।নিউ মার্কেট থেকে একটা সুয়েটার কিনলাম।
অনেক ভাল। দাম এক হাজার টাকা।
৯।বাসায় পরার জন্য হকারস মার্কেট থেকে কিছু
গেঞ্জি কিনেছি।
এই সবই হল মধ্যবিত্ত আর উচ্চবিত্তের ডিফারেন্স।তার পর ও আমরা মধ্যবিত্ত রাই ভালো আছি।সততার সংগে জীবন পার করছি। সুখে আছি।
মন্তব্য করুন