একটা ব্যাপার কি কেউ লক্ষ্য করে দেখেছেন!!!! আমরা তো সারাদিন ইন্ডিয়ার চ্যানেল গুলা নিয়া পরে থাকি।। কোন ইন্ডিয়ার চ্যানেলে কি দেখছেন ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করতে???? না দেখেননি…… অথচ, ইন্দিয়াই বাংলাদেশের চেয়ে বেশী মুসলিম রয়েছে।। ………………………………।। কোনদিন দেখছেন কলকাতার(ইন্ডিয়া) কোন টিভিতে আমাদের জাতীয় কবির জন্ম-মৃত্যু বার্ষিকী পালন করছে ???? না করে নি……… অথচ, ইন্দিয়াই ৭ কোটি বাঙ্গালি রয়েছে ।। ……………………………………… কোনদিন দেখছেন বাংলা সিনেমা ভারতীয় চ্যানেলে প্রচার করতে ?? না দেখেননি……। অথচ,আমরা ভারত থেকে হাজার কোটি টাকার সিনেমা আমদানি করি ।। আরামসে নিজের দেশের সিনেমাকে বুড়ো দেখেয়ে খাল কেটে খুমির আনছি। ………………………………………… কোনদিন দেখেছেন ইন্ডিয়ার কোন চ্যানেলে( বিশেষ করে হিন্দি চ্যানেলে) বাংলাদেশি পণ্যের বিজ্ঞাপন দিচ্ছে?????? না দেখেননি……।। অথচ,আমরা তাঁদের পণ্যের বিজ্ঞাপন নিজের বাংলা ভাষাই অনুবাদ করে দেই…। …………………………………… কোন দিন কি শুনেছেন বাংলাদেশে লোহা,সোনা ইতাদি(যেগুলা কোনদিন বাংলাদেশে উৎপাদন করা, জন্মানো যাবে না) পাওয়া যাই ??????? হুম…। শোনেননি।। ওই পণ্য গুলা আমাদের প্রতিবেশী দেশ রফতানির আদেশ দিয়েছে… ………………………………………………………………………………………. *****এখন আসুন প্রতিদিন কি কি শুনি**** আমারা নিয়মিত ইন্ডিয়ান মিউজিক শুনি(সুন রাহা হে না থু) থুঃ থুঃ থুঃ থুঃ থুঃ থুঃ থুঃ থুঃ থুঃ থুঃ থুঃ থুঃ থুঃ থুঃ……।। ……………………………।। আমরা নিয়মিত ইন্ডিয়ান সিনেমা দেখি…… (শিলা,শিলা কি জাওনি।। আইম টু সেক্সি।) (বাঙালই অনুবাদ করলে হয় — শিলা, শিলার যৌবন । আমি খুব সেক্সি) আর এই গান গোলা দিয়া আরামসে পিকনিক চালাই যাই। আরামসে বিয়া-শাদির অনুষ্ঠান সেরে -নি ।সেরে -নি না বরং গান গোলা না হলে ভাই বিয়ের মত লাগে না।। (শিলা,শিলা কি জাওনি।।………কি বলেন। ………………………………………… ইন্ডিয়ান নর্তকী গুলার জিরো সাইজ ফিগার দেখি জিব্বহা বের করে…।। ৩৬-২৬-৩৬ অসাম মেন!!!!! ………………………………………………………।। ইন্ডিয়ান পেয়াজ না হইলে ভাই অমলেট কাইতে পারি না…। সরকারকে হাজার কোটি টাকার আমদানি করতে হয়। …………………………… ঈদে ইন্ডিয়ান পোশাক না হইলে চলে না। {(জিবিকা, মানবি,) নতুন সংযোজন ইন্দো-ক্যানাডিয়ান পর্ণ-স্টার সানি লিওনি} পোশাকের দাম আকাশ ছুঁয়া(সানি লিওনি কোনদিন পোশাক পরছে কিনা গুগুল মামাও জানে না) …। অথচ, আমাদের দেশের তৈরি পোশাক বিদেশে রপ্তানি হচ্ছে। …………………………………।। আমাগো ওভার এস্মাট মাইয়া গুলা হিন্দিতে কথা কইতে চাই।। তাহলে কি জন্য ৫২ ভাষা- আন্দোলন করা হয়েছিল। ইদনিয়ান মানুষ গুলাতো বাংলাই কথা বলতে চাই না।। চেষ্টাও করে না… ……………………………………………।। একান থেকে প্রমাণিত আমারা নির্লজ্জও, আমরা নির্বোধ । আমরা দেশদ্রোহী । …………………………………………।। আসুন, নিজের দেশকে ভালবাসুন, নিজের দেশের সংস্কৃতীকে ভালবাসুন, নিজের দেশের পণ্য ব্যবহার করন। নিজের মায়ের ভাষাই কথা বুলন।। নিজেকে বুক ফুলীয়ে পরিচয়ই দিন আমারা বাংগালি,আমারা বীরের জাঁতি —————————————————–
মন্তব্য করুন